উত্তরদিনাজপুর

প্রিসাইডিং অফিসারের রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে, বামপন্থী শিক্ষক সংগঠনের বিক্ষোভ

পঞ্চায়েত নির্বাচনে প্রিসাইডিং অফিসার তথা শিক্ষক রাজকুমার রায়ের রহস্য জনক মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের দাবী তুলে বৃহস্পতিবার রায়গঞ্জে বিশাল কেন্দ্রীয় সমাবেশ করল বামপন্থী শিক্ষক সংগঠন অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন(এবিটিএ)। রায়গঞ্জ রেলস্টেশন ২ নং প্ল্যাটফর্ম সংলগ্ন স্থানে এই কেন্দ্রীয় সমাবেশে বক্তব্য রাখেন এবিটিএ-র সাধারন সম্পাদক কালী প্রসন্ন ভট্টাচার্য, জঙ্গীপুরের সাংসদ তথা সংগঠনের সভাপতি বদরুজ্জা খান সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্ব। রায়গঞ্জে বৃহস্পতিবার এই কেন্দ্রীয় সমাবেশে হাজার হাজার শিক্ষক জমায়েত হয়ে প্রয়াত শিক্ষক রাজকুমার রায়ের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের দাবী তোলেন। 

উল্লেখ্য, গত ১৪ মে পঞ্চায়েত নির্বাচনে ভোট নিতে ইটাহার ব্লকের সোনাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে প্রিসাইডিং অফিসার হিসেবে কাজে যান রায়গঞ্জের বাসিন্দা রহতপুর হাই মাদ্রাসার শিক্ষক রাজকুমার রায়। সেদিনই সন্ধ্যায় তিনি কর্মরত অবস্থায় নিখোঁজ হয়ে যান। পরদিন ১৫ ই মে রায়গঞ্জের সোনাডাঙি এলাকায় রেললাইনের ধারে প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। উত্তর দিনাজপুর জেলা প্রশাসন এই ঘটনাকে আত্মহত্যার বলে জানালে ক্ষোভে ফেটে পরেন জেলার শিক্ষক সমাজ। সেই আন্দোলন চলাকালীন রায়গঞ্জ মহকুমাশাসক টি এন শেরপা কথা বলতে গেলে শিক্ষকদের হাতে নিগৃহিত হন তিনি। এরপরই আন্দোলনরত শিক্ষকদের উপর শুরু হয় পুলিশের জুলুম অভিযোগ শিক্ষকদের। তিনজন শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করে জেলে পাঠায়। গত ২৮ মে তাদের জামিন হয়। শিক্ষকদের উপর পুলিশি জুলুম ও প্রিসাইডিং অফিসার শিক্ষক রাজকুমার রায়ের মৃত্যুকান্ডের প্রতিবাদে গর্জে উঠে শিক্ষক সমাজ। মৌন মিছিল, কনভেনশন সহ একাধিক আন্দোলন শুরু করেন জেলার শিক্ষকেরা। বৃহস্পতিবার রায়গঞ্জে রাজকুমার রায়ের মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবী তুলে কেন্দ্রীয় সমাবেশ করে শিক্ষক সংগঠন অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/HDWyCkbHd7U